Sylheti Tumra Kuai
Description
Original Facebook page of "Sylheti Tumra Kuai" © 2013-2017 Copyright © All Rights Reserved.
All about:
.Broadcasting
.Religion
.Fun
.News
.jokes
.songs
.Entertainment
Open to all Bangladeshi Sylheti and non Sylheti.
Original Facebook page of "Sylheti Tumra Kuai" © 2013-2017 Copyright © All Rights Reserved.
All about:
.Broadcasting
.Religion
.Fun
.News
.jokes
.songs
.Entertainment
Open to all Bangladeshi Sylheti and non Sylheti.
Tell your friends
RECENT FACEBOOK POSTS
facebook.comচুরের হাত থেকে রক্ষা পায়নি আম্বরখানা বড় বাজার জামে মসজিদের দান বক্সের টাকা। চোর দান বক্স ভেঁঙ্গে সব টাকা পয়সা নিয়ে যায়. আল্লাহ চোর কে হেদায়েত দান করুন. আমিন
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইআইসি) এক হাত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তিনি বলেছেন, “ক্রিকেটের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা বড় দলগুলোর অর্থের মোহে আচ্ছন্ন।” বাছাই পর্বে আফগানিস্তানের কাছে হেরে আগামী বিশ্বকাপ ক্রিকেট থেকে ছিটকে যাওয়া পর এমন মন্তব্য করলেন আইরিশ অধিনায়ক। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৯ সালের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এবং নিউজিল্যান্ড। বিশ্বকাপে মাত্র ১০টি দেশ খেলার সুযোগ পাবে আইসিসি’র এমন সিদ্ধান্তের সমালোচনা অনেক ক্রিকেট বিশেষজ্ঞেরই। এবার সে দলে যোগ দিলেন পোর্টারফিল্ড। পোর্টারফিল্ড অভিযোগ করে বলেন, “দুই থেকে তিনটি দল নয়টি ম্যাচ টিভিতে দেখিয়ে মোট অঙ্কের অর্থ বাগাতে এমনটি করেছে আইসিসি। অনেক দলই কোনো অর্থ ছাড়াই বাড়ি ফিরছে।” বিশ্বকাপে খেলার মতো আশা থাকলেই দেশগুলোর মধ্যে ভালো খেলার উৎসাহ কাজ করবে বলেও তিনি মনে করেন। তিনি বলেন, “আমরা বাছাই পর্ব পার হতে পারিনি বলে বলছি না। কিন্তু এমন অনেক দেশ আছে যারা জানে না আগামী সপ্তাহে কী ঘটবে।” আগামী বিশ্বকাপে দলের সংখ্যা ১০-এ নামিয়ে এনেছে আইসিসি। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সাথে খেলবে। এতে আইসিসি’র জন্য কাঁচা অর্থ সরবরাহকারী ভারত লিগ পর্বে তিনটির পরিবর্তে নয়টি ম্যাচ খেলবে, এবং এ থেকে সংস্থাটি হাতে মোটা অঙ্কের অর্থ। উল্লেখ্য, ২০০৭ সালে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছিল আইসিসি’র। যমুনা অনলাইন: এফএইচ
এই দেশে মেয়েরা পাটের তৈরি বোরকা পড়লেও এই হয়রানি থেকে নিস্তার পাবেনা।
*একদিন মা সন্তানকে ভাত খাওয়ানোর জন্য কেঁদেছিলেন, আজ মা ভাত খাওয়ার জন্য কাঁদেন।😭
বিউটি পার্লারের গোপন তথ্য পাওয়া গেছে... 😜
আদিবাসীদের বাশঁ ও কলা পাতা দিয়ে তৈরী খাবার দেখুন ।
"BFF" কোন সিকিউরিটি ফিচার না, শুধু লাইক কমেন্ট পাওয়ার জন্য বোকা বানানো হচ্ছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের চেকপয়েন্টে দুর্নীতির শেষ নেই। যাত্রী কে আনতে বা দিয়ে আসতে হলে আনসারের চেকপয়েন্টে যারা কর্মরত আছে তাদের কে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। টাকা না দিলে কাউকে ডুকতে দিবে না শুধু যাত্রী ছাড়া।এটা কি ধরনের ব্যবহার । ওপেন ঘুষ নিচ্ছে পাবলিকের কাছ থেকে এবং যাত্রী ও পাবলিকের সাথে খুব খারাপ ব্যবহার ও করে। আমি আমাদের সিলেটের জেলা প্রশাসক এবং উচ্চ কর্তৃপক্ষ মহোদয় দের দৃষ্টি আকর্ষণ করছি, এসব দুর্নীতিবাজ ও ঘুষখোর দের জন্য, আমাদের সিলেটের ভাবমূ্র্তি নষ্ট হচ্ছে বলে আমি মনে করছি ।এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানাচ্ছি।সিলেট বাসী জেগে উঠুন। #ruhel_ahmed
তারজন্য এটাই প্রাপ্য.......... একটা ছেলে-মেয়ের তার পছন্দ মত পোশাক পড়তে বাঁধা নেই, যদি সে মুসলিম না হয়। মুসলিম হলে অবশ্যই তাকে কুরআন, সুন্নাহ ফলো করে পোশাক ব্যবহার করতে হবে। মোশারফ গং সাংস্কৃতি মনাদের বিরোধিতা করুন, এদেরকে সামাজে কোন ঠাসা করে রাখুন। দেখুন কিভাবে পোশাকের নামে আলু-পটল- কাঁচকলা দিয়ে বুঝিয়ে দিলো। এটা যে চরম একটা বেয়াদব, সেটা এখন বুঝতে পারলাম।। তোর কথায় ইসলাম চলবে ব্যাটা"!? তুই যেমন স্বাধীন পোশাকের কথা বললি,, সেই সাথে পোশাকের সালিনতা বলে একটা কথা আছে, সেটা ভুলে গেছিস!!? শেয়ার করে এই জঘন্যতম জ্ঞানীকে ২টা জুতার বারি দেন যদি ইসলাম কে ভালোবাসেন।
Quiz
